প্রকাশের সময়: ২৪ ডিসেম্বর, ২০২৫ ০৪:৫৬ অপরাহ্ণ
সৈয়দপুরে ক্যানেলের পাশে ব্যক্তির গলা কাটা মরদেহ উদ্ধার | MkProtidin
Logo
/ সারাদেশ
অনির্দিষ্ট
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৫ ০১:৩৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সৈয়দপুরে ক্যানেলের পাশে ব্যক্তির গলা কাটা মরদেহ উদ্ধার

সৈয়দপুরে ক্যানেলের পাশে ব্যক্তির গলা কাটা মরদেহ উদ্ধার
ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ডালিয়া ক্যানেল সংলগ্ন এলাকা থেকে মোহাম্মদ জাবেদ আলী (৫০) নামে এক ব্যক্তির গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার লক্ষণপুর ডাঙ্গারহাট এলাকার ক্যানেলের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জাবেদ আলী সৈয়দপুর উপজেলার লক্ষণপুর পীরপাড়া বাজার এলাকার মো. কাসেম আলীর ছেলে।

ঘটনার বিবরণ
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে ডালিয়া ক্যানেলের পাশে একটি রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা চিৎকার শুরু করেন। মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়লে আশেপাশে থাকা উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমান। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের গলায় ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে। মরদেহের ধরণ দেখে ধারণা করা হচ্ছে, সোমবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে পরিকল্পিতভাবে হত্যা করে নির্জন স্থানে ফেলে রেখে গেছে।

পুলিশের তৎপরতা
খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্ত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সৈয়দপুর থানা পুলিশ জানায়:

"আমরা সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করেছি। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর পেছনে জড়িতদের শনাক্ত করতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে।"

এলাকায় আতঙ্ক
চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। জাবেদ আলীর পরিবারের সদস্যরা এই ঘটনায় ভেঙে পড়েছেন। স্থানীয় এলাকাবাসী এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387