সেলিম মাহবুব : স্পেনের মাদ্রিদের লাভাপিয়েসে অবস্থানরত সুনামগঞ্জের প্রবাসী বাসিন্দাদের নিয়ে সুনামগঞ্জ জেলা এসোসিয়েশনের একটি নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটির আলোচনা সভায় আংশিক কমিটি গঠন করা হয়।
মোহাম্মদ আব্দুর রশিদের সভাপতিত্বে মোহাম্মদ জামাল উদ্দিনের পরিচালনায় সভা প্রথমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করা হয়।
৯ সদস্যের মধ্যে আহবায়ক কমিটিতে ছিলেন যথাক্রমে আব্দুর রশিদ,আব্দুল আওয়াল, সাজ্জাদুর রহমান, সফজুল মিয়া, শহীদ ওয়াছির, জামাল আহমেদ, মো.রবিউল আলম, ওসমান আহমেদ সবুজ, আব্দুস সালাম।
আহবায়ক কমিটিকে নতুন পুর্ণাঙ্গ কমিটি গঠন করার দায়িত্ব দেয়া হয়।সকলের সম্মতি ক্রমে আজ মঙ্গলবার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মাওলানা আবু তাহের মিছবাকে সভাপতি, মোহাম্মদ রায়হান আহমেদকে সাধারণ সম্পাদক ও শামছুল নূর মিয়াকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। শীঘ্রই পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
সভায় মোহাম্মদ আল-আমিন, সুমন আহমদ, গিয়াস উদ্দিন, ওয়াসিম, সাজ্জাদুর রহমান, ওয়াসিম ফাহাদ আহমদ, নাঈম আহমেদ, ফরহাদ হোসেন, আশিক মিয়া, আহমেদ হোসাইন প্রমূখ উপস্থিত ছিলেন।