প্রকাশের সময়: ২৫ ডিসেম্বর, ২০২৫ ০৬:০৯ পূর্বাহ্ণ
শেরপুর সরকারি কলেজের নবাগত উপাধ্যক্ষের সাথে সাংবাদিক সমিতির শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত | MkProtidin
Logo
/ শিক্ষা
অনির্দিষ্ট
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২৫ ১১:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শেরপুর সরকারি কলেজের নবাগত উপাধ্যক্ষের সাথে সাংবাদিক সমিতির শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত

শেরপুর সরকারি কলেজের নবাগত উপাধ্যক্ষের সাথে সাংবাদিক সমিতির শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত
ছবি : সংগৃহীত

মোঃ জসিম মিয়া, শেরপুর : শেরপুর সরকারি কলেজের নবাগত উপাধ্যক্ষ অধ্যাপক মো. আক্রাম হোছাইনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে শেরপুর সরকারি কলেজ সাংবাদিক সমিতি (শেসকসাস)।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসে সাংবাদিক সমিতির পক্ষ থেকে নবাগত উপাধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় সাংবাদিকদের সঙ্গে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে অধ্যাপক মো. আক্রাম হোছাইন বলেন, শেরপুর সরকারি কলেজের শিক্ষা ও প্রশাসনিক মানোন্নয়নে তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করতে চান। এ ক্ষেত্রে গঠনমূলক সাংবাদিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতায় কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব হবে।

মতবিনিময় সভায় শেরপুর সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি আরফান আলী, সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন বাবু, সহ-সভাপতি মোরাদ হোসেন (চাঁন), সাংগঠনিক সম্পাদক মো. জসিম মিয়া, প্রচার সম্পাদক মুবতাসিমুর রহমান সাদিক এবং সদস্য আব্দুল আলিম উপস্থিত ছিলেন।

এ সময় সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে গঠনমূলক সহযোগিতার আশ্বাস দেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387