প্রকাশের সময়: ২৫ ডিসেম্বর, ২০২৫ ০৯:৫৪ পূর্বাহ্ণ
কৌতূহল ।। শামীমা আক্তার | MkProtidin
Logo
/ সাহিত্য ও সংস্কৃতি
অনির্দিষ্ট
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৫ ০৩:২৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কৌতূহল ।। শামীমা আক্তার

কৌতূহল ।। শামীমা আক্তার
ছবি : সংগৃহীত

অনু কবিতা - শিরোনাম - "কৌতূহল"
                     

                         সত্যি কইরাই যদি -
                  আমারে ভালোবাইসা থাকো,
      প্রেমের কয়েদি কইরা ক্যান সাজা দিতাছো?
কাগজের নৌকা দিয়া যেমন সাগর পাড়ি দেওয়া যায়না,
  ছলনার ভালোবাসা দিয়া তেমন পরাণ জুড়ায় না,
   নিষেধাজ্ঞার গহীনে শিরি ফরহাদ, লাইলি মজনু 
  
নিগূঢ় প্রেমের অমৃত শরাব পান করছে,
            আর তুমি পাওয়ার আশ্বাস দিয়া,

না পাওয়ার আক্ষেপ হইলা ক্যামনে সূদুরতম কইবা আমারে
                      পিরিতের খিড়কি খুইলা!

✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
কলমে- শামীমা আক্তার

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387