প্রকাশের সময়: ২৫ ডিসেম্বর, ২০২৫ ০১:০০ অপরাহ্ণ
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজকে, নির্বাচন ও গণভোটের প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক করা হয়েছে। | MkProtidin
Logo
/ রাজনীতি
অনির্দিষ্ট
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৫ ১১:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজকে, নির্বাচন ও গণভোটের প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক করা হয়েছে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজকে, নির্বাচন ও গণভোটের প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক করা হয়েছে।
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি : প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটসংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ।

বুধবার (২৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী গঠিত হয়। সরকার প্রথমে ছয়টি ক্ষেত্রে সংস্কার কমিশন গঠন করে। এর মধ্যে সংবিধান সংস্কার কমিশনের প্রধান করা হয়েছিল যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর আলী রীয়াজকে।

আ.লীগ আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না: প্রেস সচিব
সেই কমিশন প্রতিবেদন দেয়ার পর জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ছিলেন এই কমিশনের সভাপতি। আর সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক আলী রীয়াজ।

এরপর গত ১৩ নভেম্বর উপদেষ্টা পদমর্যাদায় অধ্যাপক আলী রীয়াজকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী পদে নিয়োগ দেওয়া।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387