প্রকাশের সময়: ২৫ ডিসেম্বর, ২০২৫ ০২:১১ অপরাহ্ণ
সম্রাট বাহিনীর প্রধান গণপিটুনিতে নিহত | MkProtidin
Logo
/ আইন ও বিচার
অনির্দিষ্ট
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৫ ০৩:২৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সম্রাট বাহিনীর প্রধান গণপিটুনিতে নিহত

সম্রাট বাহিনীর প্রধান গণপিটুনিতে নিহত
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি : রাজবাড়ীর পাংশার কলিমহর এলাকায় চাঁদাবাজি করার সময় সম্রাট বাহিনীর প্রধান অমৃত মণ্ডল ওরফে সম্রাট গণপিটুনিতে নিহত হয়েছেন। তার সঙ্গে থাকা সহযোগী সেলিমকে পুলিশ অস্ত্রসহ আটক করেছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, গত রাত পৌনে ১১টার দিকে কলিমহরের হোসেনডাঙ্গা এলাকায় গণপিটুনিতে সম্রাট মারা যান। তার বিরুদ্ধে হত্যা ও অন্যান্য অপরাধের কয়েকটি মামলা রয়েছে।

সম্রাটের সহযোগী সেলিমকে একটি পিস্তল ও একটি ওয়ান শুটারগানসহ আটক করা হয়েছে। সম্রাটের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

জানা গেছে, সম্রাট হোসেন ডাঙ্গার অক্ষয় মণ্ডলের ছেলে। তিনি নিজের নামে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজি করতেন। দীর্ঘদিন ভারতে পালিয়ে থাকার পর সম্প্রতি নিজ এলাকায় ফিরে এসে এক বাড়িতে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত রাতে সম্রাট ও তার বাহিনী ওই বাড়িতে চাঁদার টাকা নিতে যান। তখন বাড়ির লোক ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করলে আশপাশের জনতা এসে তাকে গণপিটুনি দেয়, যা নিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্য সহযোগীরা পালিয়ে গেলেও সেলিম অস্ত্রসহ আটক হয়েছে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387