প্রকাশের সময়: ২৫ ডিসেম্বর, ২০২৫ ০৪:০৭ অপরাহ্ণ
জৈন্তাপুরে নানা আয়োজনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উদযাপন | MkProtidin
Logo
/ সারাদেশ
অনির্দিষ্ট
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৫ ০১:৩৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জৈন্তাপুরে নানা আয়োজনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উদযাপন

জৈন্তাপুরে নানা আয়োজনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উদযাপন
ছবি : সংগৃহীত

জাহিদুল ইসলাম জাহিদ, সিলেট প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলায় নানা আয়োজন ও আনুষ্ঠানিকতায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ‘বড়দিন’ পালিত হয়েছে।

বড়দিন উপলক্ষে প্রতিবছরের মতো এবারও উপজেলার চিকনাগুল প্রেসবিটারিয়ান চার্চে উৎসবের রঙে লাল, নীল ও সবুজ এলইডি লাইটে ঝলমলে করে সাজানো হয়।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে গির্জায় সকাল থেকেই উৎসব মুখর পরিবেশে বিভিন্ন আয়োজনে অংশগ্রহণ করেন অতিথি বৃন্দ ও দর্শনার্থীরা।

এ সময় চার্চের প্রধান চাষ্টার ফিলিপ সমাদ্দার উপস্থিত খৃষ্টান ধর্মালম্বীদের নিকট যীশু খৃষ্টের শান্তির বানী প্রচার করতে থাকেন। পরে সম্মিলিত ভাবে সকলে সঙ্গীত পরিবেশন করেন। সবশেষে যীশু খৃষ্টের জন্মদিন ও বড়দিন উদযাপন উপলক্ষে কেক কাটা হয়।

দিনটি উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করতে উপজেলার শুক্রবারী বাজারস্থ চিকনাগুল প্রেসবিটারিয়ান চার্চে দুপুর সাড়ে ১২ টায় আসেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, এসময় চার্চের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার শর্মা তাকে ফুল দিয়ে বরণ করেন। পরে তিনি চার্চে উপস্থিত খৃষ্টান ধর্মালম্বীদের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বড়দিন উপলক্ষে শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষের স্ব স্ব ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ভাবে পালন করে আসছে। তিনি বলেন, আজ বড়দিন উদযাপন উপলক্ষে মান্যবর জেলা পুলিশ সুপার মহোদয়ের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা নিয়ে হাজির হয়েছি। অদূর ভবিষ্যতে জৈন্তাপুরে ধর্মীয় সম্প্রতি বজায় রাখতে সিলেট জেলা পুলিশ আপনাদের পাশে থাকবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ উছমান গনি, মাইকেল কুমার শর্মা, এলবার্ট বিশ্বাস, ফিলিমন বিশ্বাস, এডু বিশ্বাস প্রমূখ।

এদিকে শুভ বড়দিন উপলক্ষে জৈন্তাপুর উপজেলার মোট তিনটি চার্চে আনন্দঘন পরিবেশে উপসনার মধ্য দিয়ে খৃষ্টান ধর্মালম্বীরা বড়দিন উদযাপন করেছেন বলে নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387