জেলা প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানাধীন বাট্টা হাওড় পুলিশ তদন্ত কেন্দ্র ও গচিহাটা পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫ খ্রি.) বিকেলে তিনি উক্ত দুইটি পুলিশ তদন্ত কেন্দ্রে পরিদর্শনে যান। এ সময় তিনি তদন্ত কেন্দ্রগুলোর আওতাধীন এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জনসাধারণের নিরাপত্তা ব্যবস্থা, পুলিশের সেবার মান এবং চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনা প্রদান করে বলেন, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করতে হবে। জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রেখে দায়িত্ব পালনের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
এছাড়াও পুলিশ সুপার তদন্ত কেন্দ্রগুলোতে কর্মরত অফিসার ও ফোর্সদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা মনোযোগসহকারে শোনেন এবং সেগুলো বিধি মোতাবেক দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।
পুলিশ সুপারের এই পরিদর্শনে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের মধ্যে দায়িত্ববোধ ও পেশাদারিত্ব আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়।