প্রকাশের সময়: ২৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ অপরাহ্ণ
তারাগঞ্জে শীতার্তদের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ। | MkProtidin
Logo
/ সারাদেশ
অনির্দিষ্ট
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৫ ০১:৩৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

তারাগঞ্জে শীতার্তদের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ।

তারাগঞ্জে শীতার্তদের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ।
ছবি : সংগৃহীত

মোঃ জুয়েল, তারাগঞ্জ (রংপুর) : রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোনাব্বর হোসেন। আজ হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদ চত্বরে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


তীব্র শীতে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে সরকারিভাবে এই সহায়তা প্রদান করা হচ্ছে। কম্বল বিতরণকালে ইউএনও মোনাব্বর হোসেন জানান, উপজেলার পাঁচটি ইউনিয়নের সকল শীতার্ত ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে প্রশাসনের পক্ষ থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নেই এই শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।


তিনি আরও বলেন, "শীতের এই কঠিন সময়ে কোনো মানুষ যেন কষ্ট না পায়, সে লক্ষ্যে আমরা মাঠ পর্যায়ে কাজ করছি। সরকারের এই মানবিক সহায়তা সরাসরি প্রকৃত সুবিধাভোগীদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে।"


বিতরণ অনুষ্ঠানে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্যবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। হাড়িয়ারকুঠি ইউনিয়ন থেকে শুরু হওয়া এই কার্যক্রম উপজেলার বাকি চারটি ইউনিয়নেও দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে বলে জানানো হয়।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387