সেলিম মাহবুব : ফেনী–২ সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারেক ইসলাম ভূঁইয়া। শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় তিনি ফেনী জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় তাঁর সঙ্গে দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে তারেক ইসলাম ভূঁইয়া বলেন, যদি জনগণ ভোট দেওয়ার জন্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ পায়, তাহলে তারা অবশ্যই বিকল্প প্রার্থীকে ভোট দেবে।
বাংলাদেশ একটি বিপ্লবীদের দেশ, আর সেই বিপ্লবী চেতনা থেকেই তরুণ প্রজন্ম নতুন নেতৃত্ব বেছে নেবে। কাকে ভোট দেবে, সে সিদ্ধান্ত তরুণরাই নেবে। তিনি আরও বলেন,“করোনা কাল থেকে শুরু করে বন্যা ও বিভিন্ন দুর্যোগে আমি সব সময় মানুষের পাশে ছিলাম।
কখনো কারও কাছ থেকে বিকাশ নম্বরে টাকা নিইনি। নিজের অর্থায়ন থেকেই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।
তারেক ইসলাম ভূঁইয়া বলেন,
“জয়–পরাজয়ের মালিক মহান রাব্বুল আলামিন। আমার কোনো গানম্যান বা বডিগার্ডের প্রয়োজন নেই। আমি এই শহরেরই মানুষ, এই শহরের মানুষের সঙ্গেই মিশে জীবনযাপন করি। কাকে ভোট দেবেন আর কাকে দেবেন না, এই সংসদ নির্বাচনে জনগণই তা প্রমাণ করবেন।
তিনি আরও বলেন, “আমি পরাজয় মাথায় নিয়েই বিজয়ের চিন্তা করি। জনগণই সিদ্ধান্ত নেবেন আমি তাঁদের পক্ষে কাজ করার যোগ্য কি না। ঢাকায় বা ফেনীতে আমার নিজস্ব কোনো বাড়ি বা সম্পদ নেই। এমন কোনো কাজ করিনি যাতে মানুষ আমার প্রতি বিরূপ মন্তব্য করে। সব সময় মানুষের পাশে থাকতে চাই।”
ঢাকায় বসে যারা নির্বাচন করতে চান এবং যারা ফেনীতে থেকে সরাসরি মানুষের পাশে থাকেন—জনগণ উভয়কেই মূল্যায়ন করবেন বলেও মন্তব্য করেন তিনি।
দলের দীর্ঘ ১৫ বছরের রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরে জনতার অধিকার পার্টির চেয়ারম্যান বলেন,
“এই আন্দোলনের পথে আমরা জেল–জুলুম, হামলা ও মামলায় জর্জরিত হয়েছি।
তাই আমি আপনাদের কাছে দোয়া ও ভালোবাসা চাই। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আপনারা যাকে ভোট দেবেন, ফলাফল যাই হোক না কেন—আমি সব সময় আপনাদের পাশেই থাকতে চাই।