প্রকাশের সময়: ৩০ ডিসেম্বর, ২০২৫ ০৭:০৬ পূর্বাহ্ণ
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ইউট্যাবের উদ্যোগে পবিপ্রবিতে আনন্দ র‍্যালি ও দোয়া অনুষ্ঠিত | MkProtidin
Logo
/ রাজনীতি
অনির্দিষ্ট
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২৫ ১১:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ইউট্যাবের উদ্যোগে পবিপ্রবিতে আনন্দ র‍্যালি ও দোয়া অনুষ্ঠিত

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ইউট্যাবের উদ্যোগে পবিপ্রবিতে আনন্দ র‍্যালি ও দোয়া অনুষ্ঠিত
ছবি : সংগৃহীত

‎মোঃ সজিব সরদার : ‎পটুয়াখালী জেলা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ইউট্যাবের উদ্যোগে আনন্দ র‍্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টিএসসি কনফারেন্স কক্ষে এসে শেষ হয়।
‎এরপর সকাল সোয়া ১১টায় টিএসসি কনফারেন্স কক্ষে ইউট্যাবের সভাপতি প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদের সভাপতিত্বে ও ইউট্যাবের সাংগঠনিক সম্পাদক ড. এ বি এম সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও ইউট্যাবের সাধারণ সম্পাদক প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান।

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন প্রফেসর মোঃ জামাল হোসেন,দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান, জিয়া পরিষদের সভাপতি মোঃ আবুবকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. হাচিব মোহাম্মদ তুষার।
‎এছাড়াও বক্তব্য দেন ইউট্যাব নেতা প্রফেসর বদিউজ্জামান, প্রফেসর ড. মোঃ খোকন হোসেন, প্রফেসর মুহাম্মদ আবুল বাশার খান, প্রফেসর ড. মুহাম্মদ আতিকুর রহমান, জিয়া পরিষদের নেতা মোঃ মাহফুজুর রহমান সবুজ, ড. আমিনুল ইসলাম টিটো, আরিফুর রহমান নোমান, রিয়াজ কাঞ্চন শহীদ, মাহমুদ আল জামান, ছাত্রদল সভাপতি জাহিদুল ইসলাম রাতুল,ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম, জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের নেতা মোঃ মাহবুবুর রহমান ও মোঃ মোশারেফ হোসেন প্রমুখ।

‎বক্তারা তারেক রহমানের সফল স্বদেশ প্রত্যাবর্তনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেন। 

‎তারেক রহমানের  ঘোষিত আগামীর শান্তিপূর্ণ বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

‎আলোচনা সভা শেষে তারেক রহমানের ভবিষ্যৎ দেশ পরিচালনায় সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ক্রপ বোটানি বিভাগের অধ্যাপক মোহাম্মদ জহুরুল হক।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387