প্রকাশের সময়: ৩১ ডিসেম্বর, ২০২৫ ০২:১৭ অপরাহ্ণ
বেগম খালেদা জিয়ার শোক দিবস ও বাগেরহাটে ইসলামী ক্যাডেট একাডেমীর নবীন বরন উৎসব পালন | MkProtidin
Logo
/ আইন ও বিচার
অনির্দিষ্ট
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৫ ০৩:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেগম খালেদা জিয়ার শোক দিবস ও বাগেরহাটে ইসলামী ক্যাডেট একাডেমীর নবীন বরন উৎসব পালন

বেগম খালেদা জিয়ার শোক দিবস ও বাগেরহাটে ইসলামী ক্যাডেট একাডেমীর নবীন বরন উৎসব পালন
ছবি : সংগৃহীত

মাসুম বিল্লাহ, বাগেরহাট : বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে বুধবার সাধারন ছুটি ঘোষনা ও ৩ দিনের শোক  পালনের নির্দেশনার মধ্যে রাষ্ট্রীয় আদেশ উপেক্ষা করে বাগেরহাটে একটি ইসলামী ক্যাডেট একাডেমীতে নবীন বরন ও ক্রেষ্ট প্রদান  উৎসব আয়োজন করা হয়েছে।

বুধবার সকাল থেকে জেলা শহরের মিঠাপুকুরপাড় এলাকার বিতর্কিত নিউ বসুন্ধরা রিয়েল এষ্টেট কোম্পানী পরিচালিত ইসলামী আদর্শ ক্যাডেট একাডেমীতে এ উৎসবের কারনে শহর ব্যাপী নানা আলোচনা শুরু হয়।

উক্ত আলোচনায় বলেন সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে রাষ্টীয় শোকের দিনে নিউ বসুন্ধরা রিয়েল এষ্টেট কোম্পানী লিঃ পরিচালিত ইসলামী আদর্শ ক্যাডেট একাডেমীতে উৎসব আয়োজন  মানে রাষ্ট্রীয় আদেশ অমান্য করা।

এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা উচিত। একাডেমীর প্রিন্সিপাল মোঃ হাবীবুর রহমানের সভাপতিত্বে এ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বিধান চন্দ্র রায়ের নাম থাকলেও তিনি আসেন নাই।

বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা শহরের ফলপট্রি জামে মসজিদের খতিব ও ইমাম হযরত মাওঃ  মোঃ শাহাজান সাহেব। সরকার ঘোষিত সাধারন ছুটি ও শোক দিবসের দিন এ ধরনের অনুষ্ঠান আয়োজন বিষয়ে ওই একাডেমীর প্রিন্সিপাল মোঃ হাবীবুর রহমান বলেন, আমাদের পুর্ব নির্ধারিত অনুষ্ঠান তাই আমরা অনুষ্ঠানটি করেছি।

তবে প্রশাসনের অনুরোধে অনুষ্ঠান সংক্ষেপ করেছি।  রাষ্ট্রীয় আদেশ অমান্য করে এ ধরনের অনুষ্ঠারন করার বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি মোঃ মাসুম খান বলেন, আমরা এ অনুষ্ঠান করার খবর পেয়ে দ্রুত প্রতিষ্ঠানের প্রিন্সিপাল কে  অনুষ্ঠান বন্ধ করতে বলেছি।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387