প্রকাশের সময়: ৩১ ডিসেম্বর, ২০২৫ ০৩:৫০ অপরাহ্ণ
ছাতকে অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ অভিযানে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার ১জন | MkProtidin
Logo
/ আইন ও বিচার
অনির্দিষ্ট
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৫ ০৫:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ছাতকে অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ অভিযানে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার ১জন

ছাতকে অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ অভিযানে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার ১জন
ছবি : সংগৃহীত

সেলিম মাহবুব : ছাতক থানা পুলিশের বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট ফেজ–২”-এর অংশ হিসেবে একটি রাজনৈতিক মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (রাত) ছাতক থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষের নেতৃত্বে এসআই মোফাখখারুল ইসলাম, এএসআই সাইফুর রহমান, এএসআই মহিউদ্দিনসহ সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় অভিযানটি পরিচালিত হয়। অভিযানে ছাতক পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, বাশখলা মহল্লার বাসিন্দা মৃত মবু মিয়ার পুত্র মো. শামছু মিয়া (৫৬)–কে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

ছাতক থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ছাতক থানার এফআইআর নম্বর–২৮, জিআর নম্বর–২১৬, তারিখ ২২ জুলাই ২০২৫ ইং, The Special Powers Act, 1974-এর ১৫(৩)/২৫০ ধারায় মামলা রয়েছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387