আলী আহসান রবি।। মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্তে অভিযান চালিয়ে ৭০৪ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসানের নির্দেশনায় বুড়িপোতা বিওপির একটি বিশেষ আভিযানিক দল মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে শ্যানপাড়া তিন রাস্তার মোড়ে এ্যাম্বুশ করে।
অভিযান চলাকালে দুইজন সন্দেহভাজন ব্যক্তি বাইসাইকেলযোগে সীমান্তের দিকে এগোতে থাকলে বিজিবি সদস্যরা তাদের থামার সংকেত দেয়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে দুজনকেই আটক করা হয়।
আটককৃতরা হলেন—(১) মোঃ কালাম (৪৪), পিতা-মৃত আব্দুল জলিল এবং (২) মোঃ আরজ আলী (৭১), পিতা-মৃত ঝড়ু মন্ডল। দুজনেরই বাড়ি মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোঃ কালামের কোমরের সাথে লুঙ্গির ভেতরে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৪টি স্বর্ণের বার (ওজন ৭০৪ গ্রাম) উদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৪ লাখ ৮৭ হাজার ৮৪০ টাকা।
এ ঘটনায় বুড়িপোতা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ মাসুদ হাওলাদার বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। আটককৃতদের থানায় হস্তান্তর এবং জব্দকৃত স্বর্ণ মেহেরপুর ট্রেজারি অফিসে জমার কার্যক্রম চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল:
mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387