প্রকাশের সময়: ১৫ মে, ২০২৫ ০৪:২৩ অপরাহ্ণ
ভূরুঙ্গামারীতে বাল্যবিয়ে বন্ধে সিএনবি প্রকল্পের কর্মসূচি | MkProtidin
Logo
/ সারাদেশ
অনির্দিষ্ট
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৫ ০১:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভূরুঙ্গামারীতে বাল্যবিয়ে বন্ধে সিএনবি প্রকল্পের কর্মসূচি

ভূরুঙ্গামারীতে বাল্যবিয়ে বন্ধে সিএনবি প্রকল্পের কর্মসূচি
ছবি : সংগৃহীত
মোঃ জাকারিয়া হোসেন।। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে "নিজে হবো সচেতন বাল্যবিয়ে না করে করবো স্বপ্ন পূরণ'' এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাল্যবিবাহ বন্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী প্রচার অভিযান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) শিলখুড়ী যুব ইউনিয়ন যুব সংগঠনের আয়োজনে এমজেএসকেএস ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ‘চাইল্ড নট ব্রাইড’ (সিএনবি) প্রকল্পের সহযেগিতায় উপজেলার উত্তর ধলডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিলখুড়ী যুব ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি শামীম হোসেন সভাপতিত্বে বক্তব্য রাখেন, উত্তর ধলডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস ছালাম, রফিকুল ইসলাম, সিএনবি প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর খুকি রানী, উপজেলা ইউথ প্লাটফ্রমের সভাপতি আরিফুল ইসলাম ও ভূরুঙ্গামারী যুব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক বেলাল হোসেন প্রমূখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক আব্দুর কাদের, শিলখুড়ী ইউপির সংরক্ষিত মহিলা সদস্য আলেয়া বেগম, ফিল্ড ফ্যাসিলিটেটর শফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, শিলখুড়ী যুব ইউনিয়ন যুব সংগঠনের সাধারণ সম্পাদক সীমা খাতুন ও যুগ্ন সাধারণ সম্পাদক শাকিল ইসলাম। ক্রীড়া শিক্ষক রফিকুল ইসলামের পরিচালনায় দিন ব্যাপী বিভিন্ন ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক বিশেষ নাটিকা উপস্থাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়। এ সময় শিলখুড়ী যুব ইউনিয়ন যুব সংগঠনের সদস্য, অভিভাবক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387