নেত্রকোনা চোরাটিয়া পূর্বাদলা থাানার রতন মিয়ার ছেলে রুবেল। সে জর্ডানের আম্মান আলবালাদ আশরাফিয়া নামক স্থানে একটা গার্মেন্টেস ফ্যাক্টরীতে কাজ করতো।
মালিক তাকে বিশ্বাস করে তার এক বন্ধুর কাছ থেকে টাকা নিয়ে আসার জন্য পাঠায়, কিন্তু সে জর্ডানের ১০০০ দিনার নিয়ে পালিয়ে আছে, আর ফিরে আসে নাই টাকা নিয়ে। এক বাংলাদেশীর জন্য হাজারো বাংলাদেশী জর্ডান শ্রমিকদের সমস্যা হবে।
জর্ডানে বসবাসরত বাংলাদেশীরা যদি তাকে কোথায় দেখে থাকেন চোরকে ধরিয়ে দিতে সহযোগিতা করুন।
যোগাযোগ :
মোহাম্মদ
মোবাইল নম্বর +962 7 9865 8538
আশরাফিয়া, আল বালাদ, আম্মান জর্ডান।