/ বিশ্ব খবর
অনির্দিষ্ট
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৫ ১২:১১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
সানডা' ও 'কফিলের' কাহিনী
ছবি : সংগৃহীত
জে,এম,নুর নবী।। সানডা' হচ্ছে গুইসাপ টাইপের প্রানী,কিন্তু গুইসাপ না।এদের সৌদি আরবের মরুভূমিতে পাওয়া যায়, সেখানের মানুষের কাছে এটার মাংস অনেক প্রিয়। কেনো প্রিয় সেইটা হচ্ছে ব্যাপার, তাদের ধারনা সানডা'র মাংস বা তেল এইটা সেইটা উপকারী, কিন্তু আসলে এটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই!
এটা হঠাৎ ভাইরাল হবার কারন হচ্ছে সেদেশে কাজ করতে যাওয়া বাংলাদেশি মানুষ রা!
রাজুদা'র কথা মনে আছে না? হুট করেই তার ভিডিও আসা শুরু হয়েছিলো সবার হোমপেইজেই। সেইভাবেই বাংলাদেশ থেকে কাজ করতে যাওয়া মানুষজনের ''কফিলদের জন্য সানডা ধরা,রান্না করা,সান্ডার বিরিয়ানি, কফিলের ছেলের সান্ডা বেশি প্রিয়'' টাইপের ভিডিও আমাদের সবার হোমপেইজে আসা শুরু করে। দুই তিন টা ভিডিও আগ্রহ সহকারে দেখার কারনে ফেসবুকের এলগরিদম এর বদৌলতে বারবার সানডা'র ভিডিও সবার হোমপেইজেই আসতে থাকে!
সানডা এভাবেই বাংলাদেশের মানুষের হোমপেইজের 'হট টপিক' হয়ে যায়!
আরেকটা প্রশ্ন অনেকের,'কফিল' কি? যারা সৌদি আরবে কাজ করে,যেই মালিকের অধীনে কাজ করে, তাকেই 'কফিল' বলে। এই কফিলের জন্য ই সানডা এতো জনপ্রিয় এখন!
সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল:
mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387