প্রকাশের সময়: ১৯ মে, ২০২৫ ০৪:২৭ অপরাহ্ণ
মোহাম্মদপুরে সিটিটিসির অভিযানে চিহ্নিত ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী রবিন গ্রেফতার। | MkProtidin
Logo
/ আইন ও বিচার
অনির্দিষ্ট
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৫ ০৮:৪০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মোহাম্মদপুরে সিটিটিসির অভিযানে চিহ্নিত ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী রবিন গ্রেফতার।

মোহাম্মদপুরে সিটিটিসির অভিযানে চিহ্নিত ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী রবিন গ্রেফতার।
ছবি : সংগৃহীত
আলী আহসান রবি ঢাকা ১৯ মে ২০২৫ খ্রি. রাজধানীর মোহাম্মদপুরের টিক্কাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে চিহ্নিত ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মোঃ রবিন ইসলাম (২৩) কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। সোমবার (১৯ মে ২০২৫ খ্রি.) মোহাম্মদপুরের টিক্কাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে সিটিটিসি’র স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি টিম। সিটিটিসি সূত্রে জানা যায়, সোমবার রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনাকালে সিটিটিসি’র একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের টিক্কাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে রবিন ইসলামকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রবিন ছিনতাইকারী চক্রের একজন সক্রিয় সদস্য। একই সঙ্গে সে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সঙ্গেও জড়িত। গ্রেফতারকৃত রবিনকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387