প্রকাশের সময়: ২৪ মে, ২০২৫ ১০:৩৩ পূর্বাহ্ণ
রোয়াংছড়িতে ভূমি মেলা উপলক্ষে প্রেস কনফারেন্স | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৫ ০৪:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রোয়াংছড়িতে ভূমি মেলা উপলক্ষে প্রেস কনফারেন্স

রোয়াংছড়িতে ভূমি মেলা উপলক্ষে প্রেস কনফারেন্স
ছবি : সংগৃহীত
রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের রোয়াংছড়িতে নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সংরক্ষিত রাখি শ্লোগানকে সামনে ভূমি মেলা-২০২৫ এর ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় ও উপজেলা ভূমি অফিস কর্তৃক আয়োজিত প্রেস কনফারেন্স উপজেলা নির্বাহী কর্তাকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শনিবার (২৪ মে' ২৫) প্রেস কনফারেন্স অনুষ্ঠানে সহকারি কমিশনার (ভূমি) অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন আধুনিক বাংলাদেশ বিনির্মাণের অন্যতম একটি ক্ষেত্র হল জনবান্ধব ভূমিসেবা জনসাধারণের দোর গোড়ায় পৌঁছে দেওয়া। ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে ভূমি সংক্রান্ত সেবা সমূহ অটোমেশনের মাধ্যমে জনগণের নিকট পৌঁছানোর লক্ষে নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে। এ সকল কার্যক্রম সর্বসাধারণের মাঝে ব্যাপক আকারে প্রচার প্রচারণা করা আবশ্যক। এমতাবস্থায় বাংলাদেশ সরকার আগামী ২৫-২৭মে ২০২৫ তারিখ তিন দিনব্যাপী দেশজুড়ে ভূমি মেলা আয়োজন করেছেন। উপজেলা পর্যায়ে ভূমি মেলা-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজনের আগামী ২৫শে মে থেকে ২৭ মে পর্যন্ত তিন দিনব্যাপী ভূমি মেলা অনুষ্ঠিত হবে। ভূমি মেলা চলাকালিন সময়ে সুবিধাজনক স্থানে গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজকর্মী. বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ, সেবা গ্রহীতা তথা সাধারণ নাগরিকদের নিয়ে ব্যাপক প্রচার মাধ্যমে জনসচেতনতামূলক সভার আয়োজন করা হবে। ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগসমূহ, নাগরিক তথা সেবা গ্রহীতাদের প্রাপ্তিসমূহ, ভবিষ্যৎ ভূমি ব্যবস্থাপনার কর্মপরিকল্পনা ইত্যাদি বিষয়সমূহ আলোচনা করা হবে। এছাড়া ই-নামজারির আবেদন প্রক্রিয়া, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান এবং এ সকল ফি সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করা সংক্রান্ত বিষয়ে ব্যাপক ধারণা ও ডাকযোগে ভূমি সেবা মৌজা ও ম্যাপ প্রাপ্তি, অনলাইনে ডিসিআর, অনলাইনে খতিয়ান প্রাপ্তি, ভূমি সেবা সম্পর্কে অভিযোগ জানাতে বা ভূমি সেবা সংক্রান্ত যে কোন বিষয় জানতে হট লাইন সেবা (১৬১২২) এর উপযোগিতা সম্পর্কেও সচেতন করা হবে। ২৫-২৭ মে ২০২৫ পর্যন্ত সংশ্লিষ্ট অফিস প্রাঙ্গণে সেবা প্রার্থীদের সহযোগীতার জন্য সেবা বুথ স্থাপন করে সেবা প্রদান স্থানে বিভিন্ন প্রকার সচেতনতামূলক ফ্ল্যাসকার্ড, ব্যানার, পোস্টার স্থাপন ও অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান এর জন্য রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম ব্যাপক প্রচারে উদ্যোগ নিয়েছে সরকার। প্রেস কনফারেন্স অনুষ্ঠানের উপজেলা ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া কর্মীসহ বিভিন্ন দরপ্তরে কর্মকর্তা ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ এসময়ের উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387