প্রকাশের সময়: ২৪ মে, ২০২৫ ০৬:৫৬ অপরাহ্ণ
ছাতক সিমেন্ট কোম্পানীর বিশাল দরপত্র বিজ্ঞপ্তি ২৫ মে রবিবার ১২.২৯ টা পর্যন্ত দরপত্র দাখিল | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৫ ০৪:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ছাতক সিমেন্ট কোম্পানীর বিশাল দরপত্র বিজ্ঞপ্তি ২৫ মে রবিবার ১২.২৯ টা পর্যন্ত দরপত্র দাখিল

ছাতক সিমেন্ট কোম্পানীর বিশাল দরপত্র বিজ্ঞপ্তি ২৫ মে রবিবার ১২.২৯ টা পর্যন্ত দরপত্র দাখিল
ছবি : সংগৃহীত
সেলিম মাহবুব,ছাতকঃ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)'র প্রতিষ্ঠান ছাতক সিমেন্ট কোম্পানীর বিক্রয় পুনঃ দরপত্র আহবান করা হয়েছে। সিসিএল এর পুরাতন ওয়েট প্রসেস কারখানার অব্যবহৃত-অকেজো চিহ্নিত বিভিন্ন স্থাপনা সহ বিভিন্ন পয়েন্টের স্ক্যাপ মালামাল ১ (এক) লটে (যেখানে যে অবস্থায় আছে) বিক্রয়ের দরপত্র প্রকাশ করা হয়। গত ৫ মে সিসিএল বানিজ্যিক, এমপিআইসি-২০২৪- ২০২৫/২৫৬ স্বারকে উন্মুক্ত এই দরপত্র প্রকাশ করে ছাতক সিমেন্ট কোং লিমিটেড। দরপত্র বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি দরপত্রের মুল্য ৩০ (ত্রিশ) হাজার টাকা এবং দরপত্র বিক্রয়ের সর্বশেষ তারিখ ছিলো ২২.০৫.২৫ ইং পর্যন্ত। আগামীকাল রবিবার ২৫ মে ২০২৫ ইং দুপুর ১২.২৯ ঘটিকা পর্যন্ত দরপত্র দাখিল করা হবে। ঠিক ১২.৩০ ঘটিকার সময় দরপত্র বক্স শীলগালা করা হবে। ওই দিন বিকেল ৩.৩০ টায় দরপত্র বক্স খোলা হবে। দরপত্রে অংশগ্রহণকারী বা তাদের প্রতিনিধিদের সন্মুখে দরপত্রের বক্স খোলা সহ সব কার্যক্রম অনুষ্ঠিত হবে। নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে দরপত্র দাখিল করা যাবে ১.বিভাগীয় প্রধান (বানিজ্যিক) এর কার্যালয়, ছাতক সিমেন্ট কোম্পানী লিমিটেড। ২. নেজারত শাখা, জেলা প্রশাসক সিলেট এর কার্যালয়। ৩.নির্বাহী প্রকৌশলী, গনপুর্ত বিভাগ, সিলেট এর কার্যালয়। সকল স্থানে একই সময়ে দরপত্র দাখিল করতে পারবেন এবং একই সাথে দরপত্র বক্স খোলা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387