প্রকাশের সময়: ২৫ মে, ২০২৫ ০৫:০৫ পূর্বাহ্ণ
ছাতকে বাড়ির পাশে নদীতে সাঁতার কাটতে গিয়ে মারজান পানিতে তলিয়ে গেছে | MkProtidin
Logo
/ সারাদেশ
অনির্দিষ্ট
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৫ ০২:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ছাতকে বাড়ির পাশে নদীতে সাঁতার কাটতে গিয়ে মারজান পানিতে তলিয়ে গেছে

ছাতকে বাড়ির পাশে নদীতে সাঁতার কাটতে গিয়ে মারজান পানিতে তলিয়ে গেছে
ছবি : সংগৃহীত
সেলিম মাহবুব,ছাতকঃ ছাতকে নদীতে সাঁতার কাটতে গিয়ে পানিতে তলিয়ে গেছে মারজান আহমদ (১৫) নামের কিশোর। উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের মুলতানপুর গ্রামের কাছে নদীতে শনিবার (২৪ মে) দুপুরে সাঁতার কাটতে যায় মারজান আহমদ সহ তার সমবয়সী ৩ বন্ধু। নদীর পানিতে লাফ দিয়ে পড়া সাঁতার কাটা খেলা খেলছিলো তারা। এক পর্যায়ে ৪ জন লাফ দিয়ে নদীতে পড়লে ৩ জন ভেসে ওঠে, কিন্তু মারজান আহমদ ভেসে ওঠেনি। সে নদীর পানিতে তলিয়ে নিখোঁজ হয়। শনিবার বিকেল থেকে নদী ও স্রোতের দিকের কুঁড়ি বিলে তাঁকে খোঁজাখুঁজি করা হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার সন্ধান পাওয়া যাচ্ছেনা। তাঁকে উদ্ধারে কাজ চলমান রয়েছে। মারজান আহমদ জাউয়াবাজার ইউনিয়নের মুলতান পুর গ্রামের মোঃ আব্দুর রহিমের পুত্র।
সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387