আইন ও বিচার

মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জন গ্রেফতার

মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জন গ্রেফতার

আলী আহসান রবি : রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২০ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। রুমানা কবির (৩৯) ২। এস এ কবীর ( ৪৭) ৩। মোঃ আজিজ (৪০) ৪। মোঃ শরস মিয়া (২১) ৫। মোঃ আশিক (২২) ৬। মোঃ শাওন মোল্লা ( ২০) ৭। মোঃ মহিন আহমেদ (২২) ৮। মোঃ আশিক হোসাইন (২৪) ৯। মোঃ জুয়েল মিয়া (২৫) ১০। মোঃ জাহিদ (১৮) ১১। মোঃ মোস্তাক(১৮) ১২। মোহাম্মদ বাকি বিল্লাহ(২০) ১৩। মোঃ জুবায়েদ ইবনে হোসাইন (২০) ১৪। রফিজুল (৩৫) ১৫। আসিফ (২৩) ১৬। মোঃ কাছফিম (২২) ১৭। আশিকুর রহমান (২৩) ১৮। মোঃ রিপন (৪০) ১৯। মোঃ কাউসার (২৯) ও ২০। মোঃ নোমান ওরফে বিজয় (২৪)। গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি সামুরাই উদ্ধার করা হয়।

মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (৯ নভেম্বর) মোহাম্মদপুর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ২০ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।

মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।