প্রকাশের সময়: ১৬ জুন, ২০২৫ ০২:৩৬ অপরাহ্ণ
খালে মিলল মডেলের ক্ষতবিক্ষত মরদেহ | MkProtidin
Logo
/ নারী ও শিশু
অনির্দিষ্ট
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৫ ০৫:১৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

খালে মিলল মডেলের ক্ষতবিক্ষত মরদেহ

খালে মিলল মডেলের ক্ষতবিক্ষত মরদেহ
ছবি : সংগৃহীত

 

 

মিউজিক ভিডিওর শুটিং করতে গিয়ে নিখোঁজ হন এক তরুণী মডেল। ঘটনার দুই দিন পর অবশেষে ওই তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ জুন) একটি খাল থেকে শীতল নামে ওই তরুণী মডেলের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়। তরুণীর রহস্যজনক এই মৃত্যুতে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে চাঞ্চল্য।

ঘটনাটি ভারতের হরিয়ানা রাজ্যের। জানা গেছে, শীতল নামে ওই তরুণী মডেল হরিয়ানভি মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ করতেন। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো স্পষ্ট নয়।

পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ওই তরুণীর দেহ ক্ষতবিক্ষত এবং গলা কাটা ছিল। তাই প্রাথমিক তদন্তে এটি খুনের ঘটনা বলেই জানা যাচ্ছে। তবে তাকে কে বা কারা হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

জানা গেছে, হরিয়ানার এই মডেল সিম্মি চৌধুরী নামেও পরিচিত। গত ১৪ জুন তিনি আহার গ্রামে একটি মিউজিক ভিডিওর শুটিংয়ের জন্য যান। সেখান থেকে ওই তরুণী তার বোনকে ফোন করে জানান, তার প্রাক্তন প্রেমিক সুনীল জোরপূর্বক তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387