আব্দুল মান্নান সিদ্দিকী : মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মধ্য বাঘড়া মনিপাড়ায় কালীপূজা উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক ,বিশিষ্ট চামড়া ব্যবসায়ীও মনিপাড়ার মাতব্বর সাধন দাস
৩১ অক্টোবর২০২৫ শুক্রবার ভোরে নিজ ভবনে পরলোক গমন করেন।
তার চাচাতো ভাই প্রেমানন্দ দাসএ প্রতিনিধিকে জানান,
সাধন দাস দীর্ঘদিন শ্বাসকষ্ট, ফুসফুস সমস্যা সহ বক্ষব্যাধি রোগে আক্রান্ত হয়ে
একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শেষে তিনদিন পূর্বে বাড়িতে আসেনএবং আজ ভোরে পরলোকগমন করেন ।
তিনি আরো জানান এ বছরে জানুয়ারি মাসে তার ছোট ভাই বডু দাস ,আগস্টে নিমাই দাস মারা যান দশ মাসের মধ্যে তিন ভাই মারা যাওয়ায় পুরু পরিবারবর্গ অভিভাবক শূন্য ।
বর্তমানে তাদের এক ভাই জীবিত থাকলেও সে অসুস্থ ।
সাধন দাস মৃত্যু কালে তিন পুত্র ও এক কন্যা রেখে যান।
তার মৃত্যুর সংবাদটিপ্রচার হওয়ার পর তার নিকটতম আত্মীয়-স্বজন শুভাকাঙ্ক্ষীও কালী পূজারীরা তাকে শেষ বারের মতো এক নজর দেখতে তার বাড়িতে ছুটে আসেন এবং পরিবারবর্গকে সান্তনা দেন।
এ সময় শোকাহত পরিবার, নিকটতম আত্মীয়স্বজন ওপূজারী ভক্তদের কান্নায় তার বাড়িতে শোকাবহ পরিবেশে সৃষ্টি হয়।
দুপুর দুইটায় নিজ বাসভবনের পাশের রাস্তায় সাধনদাসকে দাহ করা হয়।
সারাদেশ
শ্রীনগরে কালীপূজা উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক সাধন দাসের পরলোকগমন