ডেস্ক নিউজ : জাতীয় শিশু-কিশোর সংগঠন কচি-কাঁচার মেলা ৭০ বছরে পদার্পণ উপলক্ষে কেন্দ্রীয় মেলার মিলনায়তনে আনন্দঘন প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান ও সংগীত ও নৃত্য প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রতিযোগিতায় সাতক্ষীরার নলতা মিতালী কচি-কাঁচার মেলার সদস্য ফেরদৌসী লিন্দা রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত এবং সাধারণ নৃত্যে খ বিভাগে অংশগ্রহণ করে সেরা দশের কৃতিত্ব অর্জন করেন এবং মেলার গৌরব বয়ে আনেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার, বিশেষ অতিথি ছিলেন দেশের খ্যাতনামা নৃত্য ও অভিনয়শিল্পী, মডেল সাদিয়া ইসলাম মৌ।
সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার সভাপতি খোন্দকার মো. আসাদুজ্জামান, বিভিন্ন শাখা মেলার প্রতিনিধি, মেলার প্রবীণ, শিশু ও তরুণ সদস্য, অভিভাবক এবং প্রাণপ্রিয় ছোট ভাইবোনেরা।
উদ্বোধনী পর্বে শিশু বক্তা হিসেবে বক্তব্য রাখেন আনাবিয়া সারেয়াত ফারওয়া, এবং অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন শিশু সদস্য জায়ন অ্যাডাম চৌধুরী।
আলোচনা পর্ব শেষে, ১৯ ও ২০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত সংগীত ও নৃত্য প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। পাশাপাশি মেলার শিল্পবিতান থেকে নির্বাচিত সেরা আঁকিদেরও পুরস্কৃত করা হয়।
পুরস্কার বিতরণীর পর কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার সুরবিতান, নৃত্যবিতান এবং শাখা মেলার বিজয়ীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে শিশু-কিশোরদের হাসি, গান ও আনন্দে মেলা ভবন ভরে ওঠে।
অনুষ্ঠান শেষে সকল অতিথি, প্রতিযোগী ও অংশগ্রহণকারীদের আপ্যায়নের মাধ্যমে ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সমাপ্ত হয়।