মান্নার মিয়া : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি গ্রামে শুরু হয়েছে দীর্ঘদিনের অবহেলিত রাস্তাটির সংস্কার কাজ।
গ্রেটার শ্রীরামসি (এন আর বি)-এর উদ্যোগে এবং প্রবাসে থাকা শ্রীরামসি গ্রামের নাগরিকদের আর্থিক সহায়তায় শ্রীরামসি থেকে রাস্তারমুখ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এ গুরুত্বপূর্ণ রাস্তার মেরামত কাজ বর্তমানে চলমান।
স্থানীয় সূত্রে জানা গেছে, বহুদিন ধরে রাস্তাটি ছিল মারাত্মক বেহাল অবস্থায়। বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তাটি দিয়ে চলাচল করা ছিল প্রায় অসম্ভব। এতে করে স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগীসহ সাধারণ মানুষকে প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হতে হতো।
এই অবস্থার উন্নয়নে প্রবাসে থাকা শ্রীরামসির তরুণরা এগিয়ে এসেছেন। তাদের অর্থায়নে এবং স্থানীয় যুব সমাজের সার্বিক তত্ত্বাবধানে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে শুরু হয়েছে এই রাস্তা সংস্কার কাজ।
এ বিষয়ে স্থানীয় কয়েকজন যুবক জানান, গ্রামের উন্নয়ন ও মানুষের কল্যাণে কিছু করতে পারা তাদের জন্য গর্বের বিষয়। তারা আরও বলেন, “আমরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ কাজ করছি, আশা করি সবাই যার যার অবস্থান থেকে গ্রামের উন্নয়নে অংশ নেবেন।”
স্থানীয়রা জানান, রাস্তার কাজ শেষ হলে এলাকায় যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে এবং জনভোগান্তি অনেকটাই কমে যাবে।
গ্রামবাসীর প্রত্যাশা—এই উদ্যোগ শ্রীরামসিতে গ্রামীণ উন্নয়নের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে এবং আরও অনেককে অনুপ্রাণিত করবে।
সারাদেশ
শ্রীরামসি প্রবাসীদের উদ্যোগে অবহেলিত রাস্তার সংস্কার কাজ শুরু