স্টাফ রিপোর্টার : ডিএমপি অর্থ বিভাগের দায়িত্বে থাকা মো. মহিদুল ইসলাম এবার উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার হিসেবে পদায়িত।
ঢাকার মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র উত্তরা বিভাগের নতুন উপপুলিশ কমিশনার (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মহিদুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, মো. মহিদুল ইসলাম আগে ডিএমপি অর্থ বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার ব্যস্ত ও দক্ষতার কারণে তাকে উত্তরা বিভাগের দায়িত্বে পদায়ন করা হয়েছে।
ডিএমপি কর্মকর্তারা জানান, নতুন ডিসি মো. মহিদুল ইসলাম তার পূর্ব অভিজ্ঞতা ও পেশাদারিত্বের মাধ্যমে উত্তরা বিভাগের আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবা কার্যক্রমকে আরও শক্তিশালী করবেন।