প্রকাশের সময়: ১২ মার্চ, ২০২৫ ০৪:২২ পূর্বাহ্ণ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ দল কর্তৃক ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৫ ০৭:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ দল কর্তৃক ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন

বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ দল কর্তৃক ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন
ছবি : সংগৃহীত
বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ দল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করেছে। আজ মঙ্গলবার (১১ মার্চ ২০২৫ খ্রি.) সকালে মিন্টো রোডে অবস্থিত সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শনে আসেন সেনাবাহিনীর প্রশিক্ষণ দল। পরিদর্শনকালে বাংলাদেশের বিভিন্ন নিষিদ্ধ সংগঠন কর্তৃক ব্যবহৃত বিস্ফোরক ও আইইডি নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ঊধ্বর্তন কর্মকর্তাগণ ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের কর্মকাণ্ডের ভূয়সী প্রসংশা করেন। তারা বোম্ব ডিসপোজাল ইউনিটের ব্যবহৃত বিভিন্ন উপকরণ স্যুট, অত্যাধুনিক রোবট, আধুনিক টিসিভি প্রভৃতি পরিদর্শন করেন। সেনাবাহিনীর প্রশিক্ষণ দলে থাকা কর্মকর্তাগণ বাংলাদেশ পুলিশের অধীন বিস্ফোরক, বোমা সংক্রান্ত তথ্য ভাণ্ডার বোম্ব ডাটা সেন্টারের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং ভবিষ্যতে এই বোম্ব ডাটা সেন্টার ও বাংলাদেশ সেনাবাহিনীর বোম্ব ডাটা সেন্টারের মধ্যে তথ্য বিনিময়ের প্রয়োজনীয়তা ব্যক্ত করেন। প্রশিক্ষণ দলের কর্মকর্তাগণ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ ও মহড়ায় পুলিশ সদস্যদের আমন্ত্রণ জানান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387