প্রকাশের সময়: ২২ জুন, ২০২৫ ০৫:৩৮ পূর্বাহ্ণ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাথরুমের ভেন্টিলেটর ভেঙে এক কিশোরী পালিয়েছে | MkProtidin
Logo
/ আইন ও বিচার
অনির্দিষ্ট
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৫ ১০:২৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাথরুমের ভেন্টিলেটর ভেঙে এক কিশোরী পালিয়েছে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাথরুমের ভেন্টিলেটর ভেঙে এক কিশোরী পালিয়েছে
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি: ২২ জুন, ২০২৫, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ-ক্রাইসিস সেন্টারের (ওসিসি) বাথরুমের ভেন্টিলেটর ভেঙে ফাতেমা (১৪) নামে এক কিশোরী পালানোর ঘটনা ঘটেছে। তিনি খিলগাঁও থানার একটি অপহরণ মামলায় ফরেনসিকের জন্য ঢাকা মেডিকেলের ওসিসিতে ভর্তি ছিলেন।
শনিবার (২১ জুন) বিকাল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। পরে ওসিসি থেকে বিষয়টি খিলগাঁও থানা পুলিশকে জানানো হয়। বিষয়টি নিশ্চিত করে ওসিসির চিকিৎসক তইয়‍্যাবা সুলতানা জানান, শুক্রবারে খিলগাঁও থানা পুলিশ তাকে আমাদের এখানে দিয়ে যায়। আজ বিকালের দিকে সে বাথরুমে যায়। পরে তাকে ডাকাডাকি করলেও দরজা খুলছিল না। পরে জোরপূর্বক দরজা খুলে দেখা যায় সে বাথরুমের ভেন্টিলেটর ভেঙে পালিয়েছে। তখনই আমরা বিষয়টি থানা পুলিশকে জানাই।
এ বিষয়ে জানতে চাইলে খিলগাঁও থানা উপ পরিদর্শক (এসআই) আবু সায়েম জানান, গতকাল খিলগাঁও থানায় একটি অপহরণ মামলা হয়। পরে আমরা ফাতেমা নামে ওই কিশোরীকে পাশের বাড়ির ফয়সালের বাসা থেকে উদ্ধার করি। এরপর গতকাল তাকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
আজ সন্ধ্যার পর জানতে পারি সে হাসপাতালের বাথরুমের ভেন্টিলেটর দিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় আমরা খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।
তিনি আরও জানান, পাশের ফয়সাল নামে এক ছেলের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত কয়েকদিন আগেও ফাতেমা ফয়সালের বাসায় চলে যায়। পরে সেখান থেকে থানা পুলিশের মাধ্যমে ওই মেয়েকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর ওই মেয়ে আবার ফয়সালের বাসায় চলে যায়।
পরবর্তীতে, ফাতেমার বাবা ও ভাই থানায় এসে ফয়সালসহ তাদের পরিবারের কয়েকজনের নামে অপহরণের মামলা দেয়। গতকাল সেই মামলায় ওই কিশোরীকে উদ্ধার করে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে পাঠাই। এ সময়, তার পালনোর বিষয়টি পরিবারকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387