প্রকাশের সময়: ২৩ জুন, ২০২৫ ০৩:০৬ অপরাহ্ণ
শ্রমিকের ভ্যালু চেইনের ভালনারেবল প্রোটেকশন নিশ্চিত করা- সচিব এ এইচ এম সফিকুজ্জামান | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৫ ০৭:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্রমিকের ভ্যালু চেইনের ভালনারেবল প্রোটেকশন নিশ্চিত করা- সচিব এ এইচ এম সফিকুজ্জামান

শ্রমিকের ভ্যালু চেইনের ভালনারেবল প্রোটেকশন নিশ্চিত করা- সচিব এ এইচ এম সফিকুজ্জামান
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি: ২৩ জুন ২০২৫ খ্রিস্টাব্দ, আজ ঢাকার দ্যা ডেইলি স্টার কার্যালয়ের আজিমুর রহমান কনফারেন্স হলে "পোশাক শিল্পের ভ্যালু চেইনের সাথে যুক্ত অপ্রাতিষ্ঠানিক গৃহভিত্তিক নারী শ্রমিকদের বর্তমান অবস্থা: ভবিষ্যৎ করণীয়" শীর্ষক এক গুরুত্বপূর্ণ সংলাপ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান।  

প্রধান অতিথির বক্তব্যে সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, "বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর বর্তমান সংশোধনীতে তৈরি পোশাক শিল্পের ভ্যালু চেইনে কর্মরত সাব-কন্ট্রাক্টিং, পিস-রেট, গৃহভিত্তিকসহ সকল শ্রমিককে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের লক্ষ্য সকল সেক্টরের শ্রমিকদের জন্য শোভন কর্মপরিবেশ নিশ্চিত করা।"  

তিনি আরও উল্লেখ করেন, "সাড়ে সাত কোটি শ্রমিকের অংশ এই ভ্যালু চেইনের ভালনারেবল শ্রমিকদের সোশ্যাল প্রোটেকশন নিশ্চিত করা হবে। ট্রেড ইউনিয়নগুলোরকে এই ঝুঁকিপূর্ণ শ্রমিকদের সংগঠিত করতে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংলাপে তিনি বলেন, "হোমবেজড ওয়ার্কারদের ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (DIFE)-এ একটি বিশেষ হেল্প ডেস্ক প্রতিষ্ঠার প্রস্তাব করেন তিনি, যেখানে সিএসও ও ট্রেড ইউনিয়ন প্রতিনিধিরা সপ্তাহে অন্তত একদিন শ্রমিকদের সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন।"  

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রম অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (যুগ্ম সচিব) শাহ আবদুল তারিক, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রকল্প অফিসার নার্গিস সুলতানা জেবা, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহাপরিদর্শক সাবিহা মুক্তা, শ্রমিক প্রতিনিধি আবুল হোসেন, হামিদা বেগম, সাইফুজ্জামান বাদশা, সুলতানা বেগম ও লাভলী ইয়াসমিন প্রমুখ। এছাড়া ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ, পিপলস কারেজ ইন্টারন্যাশনাল (PCI), ফেয়ার ওয়্যার ফাউন্ডেশন, সংশপ্তক, এসআরএস, মমতা, রেডি, নারীপক্ষ, উইসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387