স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হয়েছেন ডাঃ এ.এইচ,এম মনিরুজ্জামন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা—২০২৪ এর বিধান ৬৪ এর উপবিধান (১) অনুসারে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে ডাঃ এ.এইচ.এম মনিরুজ্জামানকে অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত করে এই কমিটি অনুমোদন করেন। ১৬ মার্চ প্রেরিত ওই পত্রে অ্যাডহক কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুর রহমান, নলতার এসডিএফ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আশরাফুল ইসলাম (অভিভাবক প্রতিনিধি) এবং প্রধান শিক্ষক মোঃ আব্দুল মোনায়েম (সদস্যসচিব)।
উক্ত কমিটি পত্র ইস্যুর তারিখ হতে অনধিক ৬ (ছয়) মাসের জন্য অনুমোদন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল:
mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387