প্রকাশের সময়: ২৪ জুন, ২০২৫ ১২:৪৮ অপরাহ্ণ
পুলিশ সাব-ইন্সপেক্টরের তাৎক্ষণিক উদ্যোগে জীবন রক্ষা পেলো চিকিৎসকের | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৫ ০৭:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পুলিশ সাব-ইন্সপেক্টরের তাৎক্ষণিক উদ্যোগে জীবন রক্ষা পেলো চিকিৎসকের

পুলিশ সাব-ইন্সপেক্টরের তাৎক্ষণিক উদ্যোগে জীবন রক্ষা পেলো চিকিৎসকের
ছবি : সংগৃহীত

 

আলী আহসান রবি 
ঢাকা, ২৪ জুন ২০২৫ খ্রি.

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহকারী রেজিস্ট্রার ডা. কাজী আবু ইউসুফ (৭০) গত রবিবার (২২ জুন ২০২৫খ্রি.) দুপুর আনুমানিক ১২:০০ ঘটিকায়   এক মারাত্মক দুর্ঘটনার শিকার হন। তবে শাহজাহানপুর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) নূরনবীর তৎপরতা ও মানবিক উদ্যোগের কারণে তার জীবন রক্ষা পায়।
শাহজাহানপুর থানা সূত্রে জানা যায়, সোমবার দুপুর আনুমানিক ১২:০০ ঘটিকায় মালিবাগ ডিআইটি রোডে আবুল হোটেলের দক্ষিণ পাশে উড়াল সেতুর গোড়ার ফুটপাতে দ্রুতগতির একটি সিএনজি ডা. কাজী আবু ইউসুফকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি গুরুতর আঘাতপ্রাপ্ত হয় এবং জ্ঞান হারান।

সে সময় ঘটনাস্থলের পাশ দিয়ে মোটরসাইকেলে করে ডিউটিতে যাচ্ছিলেন এসআই নূরনবী। ভিড় দেখে তিনি এগিয়ে যান এবং পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত একটি সিএনজি ডেকে আহত ব্যক্তিকে স্থানীয় খিদমাহ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে জরুরি অপারেশন সম্পন্ন হওয়ার পর এসআই নূরনবী নিজে ডা. ইউসুফকে তার বাসায় পৌঁছে দেন। 

শুধু তাই নয়, পরদিন মঙ্গলবার সকালে তিনি ডাক্তারের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার বাসায় যান। এসআই নূরনবীর এই মানবিক উদ্যোগ দুর্ঘটনাস্থল ও হাসপাতালের আশপাশের মানুষের কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387