প্রকাশের সময়: ২৪ জুন, ২০২৫ ০২:০৪ অপরাহ্ণ
নওগাঁয় ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শিরোপা তুলে নিলো মান্দা | MkProtidin
Logo
/ খেলাধুলা
অনির্দিষ্ট
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৫ ০৮:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নওগাঁয় ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শিরোপা তুলে নিলো মান্দা

নওগাঁয় ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শিরোপা তুলে নিলো মান্দা
ছবি : সংগৃহীত

 

নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁয় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় আজ মান্দা একাদশ জয়লাভ করেছে। বিকেলে জেলা ষ্টেডিয়াম মাঠে চূড়ান্ত খেলায় মুখোমুখী হয় নওগাঁ সদর ও মান্দা ফুটবল একাদশ। খেলার নির্ধারিত ও অতিরিক্ত সময়ের মধ্যে দু'দলই ১-১ গোলে সমতা ধরে রাখে। পরে টাইব্রেকারে ওয়ান টু ওয়ান স্যুটে নওগাঁ সদর টিমকে হারিয়ে মান্দা একাদশ শিরোপা ঘরে তোলেন।

খেলা শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। 

পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আউয়াল। এসময় রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আকতার, বগুড়ার জেলা প্রশাসক হোসনে আফরোজা, জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, নওগাঁর পুলিশ সুপার সাফিউল সারোয়ার ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। মাঠের দর্শক গ্যালারীতে ছিলো ক্রীড়ামোদিদের উপচে পরা ভীর। দীর্ঘদিন পর ক্রীড়া নৈপন্যে মেতে উঠেন সবাই।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387