প্রকাশের সময়: ২৫ জুন, ২০২৫ ০২:৫০ অপরাহ্ণ
বাঘায় র‍্যাব-পুলিশের পৃথক অভিযানে ১৫৩০ গ্রাম গাঁজাসহ আটক দুই। | MkProtidin
Logo
/ আইন ও বিচার
অনির্দিষ্ট
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৫ ১১:৫৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বাঘায় র‍্যাব-পুলিশের পৃথক অভিযানে ১৫৩০ গ্রাম গাঁজাসহ আটক দুই।

বাঘায় র‍্যাব-পুলিশের পৃথক অভিযানে ১৫৩০ গ্রাম গাঁজাসহ আটক দুই।
ছবি : সংগৃহীত

 


মো শাকিল আহামাদ রাজশাহী।। 


রাজশাহীর বাঘায় র‍্যাব-পুলিশের পৃথক অভিযানে ১৫৩০ গ্রাম গাঁজাসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) রাতে তাদের আটক করা হয় বলে জানা যায়। 


আটককৃতরা হলো, বাঘা পৌরসভার দক্ষিন মিলিক বাঘা গ্রামের মোঃ নাজিম উদ্দীনের ছেলে আসলাম আলী (৪৬) এবং মনিগ্রাম ইউনিয়নের হরিরামপুর মৃধাপাড়া রুপপুর গ্রামের মৃত গয়েন উদ্দিনের ছেলে মোঃ রফিকুল ইসলাম মৃধা (৫৫)। 


বাঘা থানা পুলিশ সূত্রে জানা যায়, ২৪ জুন মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশের একটি টীম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বাঘা থানাধীন চকছাতারী এলাকা থেকে মোঃ আসলাম আলী (৪৬), পিতা- মোঃ নাজিম উদ্দীন, সাং-দক্ষিন মিলিক বাঘা, থানাঃ বাঘা, জেলাঃ রাজশাহীকে ৩০ গ্রাম শুকনা গাঁজা এবংএকই তারিখে র‍্যাব-৫, রাজশাহীর একটি টীম হরিরামপুর এলাকা থেকে মাদক ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম মৃধা (৫৫), পিতা- মৃত গয়েন উদ্দিন, সাং- মৃধাপাড়া রুপপুর, হরিরামপুর, থানা- বাঘা, জেলা- রাজশাহীকে ০১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।


এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ ( ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু পূর্বক ২৫/০৬/২৫ বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387