প্রকাশের সময়: ২৫ জুন, ২০২৫ ০৩:১৩ অপরাহ্ণ
যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক পারভেজসহ তিনজনকে গ্রেফতার করেছে সিটিটিসি | MkProtidin
Logo
/ আইন ও বিচার
অনির্দিষ্ট
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৫ ১১:৫৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক পারভেজসহ তিনজনকে গ্রেফতার করেছে সিটিটিসি

যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক পারভেজসহ তিনজনকে গ্রেফতার করেছে সিটিটিসি
ছবি : সংগৃহীত

 

আলী আহসান রবি 
ঢাকা, ২৫ জুন ২০২৫ খ্রি.

যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক ও সাতক্ষীরা যুবলীগের সহ সম্পাদক জিএম ওয়াহিদ পারভেজসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। গ্রেফতারকৃত অপর দুইজন হলো- সাগর বিশ্বাস (২৫) ও মো. আপন (২০)।

বুধবার (২৫ জুন ২০২৫ খ্রি.) মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। 

সিটিটিসি সূত্রে জানা যায়, গত ২২ ও ২৩ জুন রাজধানীর মিরপুরের বিভিন্ন স্থানে সরকার বিরোধী বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেয় গ্রেফতারকৃত জিএম ওয়াহিদ পারভেজ। আজ বুধবার গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিটিটিসির একটি চৌকস টিম।  

সিটিটিসি সূত্রে আরো জানা যায়, অত্র ইউনিটের আরএন্ডডি বিভাগের একটি টিম আজ বুধবার দুপুর ০২.৩০ ঘটিকায়  মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা হতে কুখ্যাত সন্ত্রাসী, মাদক কারবারি ও ছিনতাইকারী সাগর বিশ্বাসকে গ্রেফতার করে। সাগরের দেওয়া তথ্যের ভিত্তিতে বিকাল আনুমানিক ০৩.৩০ ঘটিকায় মোহাম্মদপুরের সাত মসজিদ হাউজিং এলাকা হতে আপনকে গ্রেফতার করা হয়। তারা দুজনেই মোহাম্মদপুর থানার একটি মামলার এজাহারনামীয় আসামি। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387