প্রকাশের সময়: ২৬ জুন, ২০২৫ ১১:৪৬ পূর্বাহ্ণ
প্রতারক চক্রের সাথে জড়িত নারীসহ আটক ২ | MkProtidin
Logo
/ আইন ও বিচার
অনির্দিষ্ট
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৫ ১১:৫৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রতারক চক্রের সাথে জড়িত নারীসহ আটক ২

প্রতারক চক্রের সাথে জড়িত নারীসহ আটক ২
ছবি : সংগৃহীত

 

ইউসুফ আলী খান।। 

ঢাকার শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় হানি  ট্রাপের ডেটিং সাইট টানটান অ্যাপস’র মাধ্যমে একশ্রেণির কুচক্রী মহল তরুণ ও বিত্তবানদের ডেকে  নিয়ে অপহরণ করে মুক্তিপণ নেওয়ার অভিযোগে এক নারীসহ দুই প্রতারককে গ্রেফতার করেছে আশুলিয়া থানায় পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন সাভার সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির।

গ্রেফতার কৃত ইয়াছিন শেখ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার মুন্সিরচর গিমাডাঙ্গা এলাকার জনৈক মোতালেব শেখের ছেলে ও সুমাইয়া জান্নাত ওরফে সীমা আক্তার মাগুরা জেলার সদর থানার শিমুলিয়া এলাকার জনৈক অলিয়ার এর মেয়ে। তারা উভয়ে ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানায় জামগড়া শিমুলতলা এলাকায় ভাড়া বাসায় থেকে এসব অপকর্ম করে বলে জানা যায়।

এসময় পুলিশ আরও জানায়, গ্রেফতার কৃত আসামি সুমি আক্তার দীর্ঘদিন ধরে একটি চক্র তৈরি করে ছেলেদের প্রেমের ফাঁদে ফেলে দেখা করার নামকরে নিদিষ্ট একটি স্থানে ডেকে আনে। পরে এসব পুরুষদের বাসায় নিয়ে গিয়ে জিম্মি করে মারধর করে মুক্তিপণ আদায় করে। গ্রেফতার কৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে বলে পুলিশ জানায়। 

উল্লেখ্য যে ভুক্তভোগী পলাশ হোসেন (২৫) এর সাথে গ্রেফতারকৃত সুমি আক্তার এর সাথে ডেটিং  টানটান অ্যাপ এর মাধ্যমে পরিচয় হয়। পরবর্তীতে সুমি আক্তার ভুক্তভোগী পলাশকে গত ২০ জুন রাত আনুমানিক ৯ টার দিকে জামগড়ায় ডেকে আনে। পলাশ জামগড়া আসার পর সুমি তাকে চিত্রশাইল এলাকার আমির মোঃ মাহবুব এর ফ্ল্যাট বাসায় নিয়ে যায়। সেখানে পুর্ব থেকে ওঁত পেতে থাকা অন্যান্য আসামিরা তাকে ধরে জিম্মি করে ২,৫০,০০০ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ দিতে না পারায় তারা ভুক্তভোগী পলাশের কাছ থেকে নগদ ১২,৭০০ টাকা, মোটরসাইকেল এর  চাবি, একটি আইফোন যাহার বাজার মুল্য ৩০,০০০ টাকা, ব্যাংকের এটিএম কার্ড রেখে ২১ জুন ভোর রাতে অজ্ঞাত স্থামে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতা বাসায় গিয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে গত ২৫ জুন আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করে। 

অভিযোগ পাওয়ার পর ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির এর সার্বিক দিকনির্দেশনায় আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস) সফিকুল ইসলাম সুমনের তত্ত্বাবধানে এসআই সোহেল আল মামুনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করা হয়। এই চক্রের সাথে জড়িত বাকি আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387