সারাদেশ

শ্রীনগরে বাঘড়া স্বরূপ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন

শ্রীনগরে বাঘড়া স্বরূপ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন

আব্দুল মান্নান সিদ্দিকী : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া স্বরূপ চন্দ্র  পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিংকমিটি নির্বাচন ২৮ অক্টোবর ২০২৫
   সুষ্ঠু সুন্দর  উৎসব মুখর পরিবেশে  সকাল ৮ টা হতে বিকাল ৪:০০ টা পর্যন্ত বিদ্যালয়প্রাঙ্গণে    অনুষ্ঠিত হয় ।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন শ্রীনগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ আলমগীর হোসেন।
 সুশৃংখল ভাবে লাইনে দাঁড়িয়ে ভোটার গণ  তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন  ।
 সকাল আটটা  হতে বিকেল চারটা পর্যন্ত এ ভোট গ্রহণ  অনুষ্ঠিত হয় ।
 ৫৮৫ জন ভোটারের মধ্যে ২৪২ জন ভোটার ভোট প্রদান করেন।
এ নির্বাচনে সংরক্ষিত মহিলা মহিলা অভিভাবক শ্রেণী সদস্য পদে  রাবেয়া বেগমও আছামা আক্তার অংশগ্রহণ করেন ।
 রাবিয়া বেগম ১৬৭ভোট পেয়ে বিজয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বীআছামা বেগম৬৫পান  ভোট ।
 দশটি ভোট বাতিল বলে গণ্য হয়। 
এ নির্বাচনের ৮ অক্টোবর  ২০২৫ মনোনয়নপত্র দাখিল ,১৩ অক্টোবরপত্র যাচাই বাছাই ও ১৫ অক্টোবর মনোনয়ন পত্র প্রত্যাহার ও ২৮ অক্টোবর নির্বাচনের তারিখ ঘোষণা করেন নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার  ।
এ নির্বাচনেশিক্ষক প্রতিনিধি,মোঃ আশরাফুল ইসলাম,মোঃ সোহরাব হোসেন,সিদ্দিকা রহমান রহমান ।
অভিভাবক সদস্য নুরুল হক ভুট্টু  ,মোহাম্মদ ইসমাইল,মিলন খন্দকার ,রমজান হোসেন।
দাতা  সদস্য মীর সাইদুর রহমান টুটুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ।