জাতীয়

নারায়ণগঞ্জের নতুন ডিসি: মঞ্জুরুল হাফিজ যোগদান

নারায়ণগঞ্জের নতুন ডিসি: মঞ্জুরুল হাফিজ যোগদান

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ, ১ নভেম্বর ২০২৫ : জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়া নবাগত মঞ্জুরুল হাফিজ। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মঞ্জুরুল হাফিজ

পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, মঞ্জুরুল হাফিজ এর আগে চাপাইনবাবগঞ্জ জেলার ডিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা জেলার প্রশাসনিক ও উন্নয়ন কার্যক্রমকে আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

ডিসি মঞ্জুরুল হাফিজ যোগদান করে বলেন, “জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম স্বচ্ছ ও কার্যকরভাবে পরিচালনা করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে।”