মোঃ আরাফাত আলী : ভালোবাসা শুধু বেঁচে থাকার গল্প নয়, কখনো কখনো তা মৃত্যুরও অমর সাক্ষী হয়ে থাকে। ঠিক এমনই একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে নওগাঁর বদলগাছী উপজেলার কাদিবাড়ী মৃধাপাড়া গ্রামে। স্ত্রীর মৃত্যুর মাত্র ১১ ঘণ্টা পর চলে গেলেন তার আজীবনের সঙ্গী স্বামী।
শনিবার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন করা হয়েছে। ওই দম্পতি হলেন জলিলুর রহমান (৭০) ও আঞ্জুয়ারা বেগম (৬৫)।
গতকাল শুক্রবার বেলা ১টা ২৫ মিনিটে নিজ বাড়িতে মারা যান আঞ্জুয়ারা। আর দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে নওগাঁ সদর হাসপাতালে মারা যান জলিলুর। প্রায় ৪০ বছরের দাম্পত্য জীবন ছিল তাদের। সংসারে দুই ছেলে ও এক মেয়ে আছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, “জলিলুর রহমান অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। কয়েক দিন ধরে তিনি কিছুটা অসুস্থ ছিলেন। গতকাল বেলা ১ একটা ২৫ মিনিটের দিকে হঠাৎ মারা যান তাঁর স্ত্রী আঞ্জুয়ারা বেগম। তখন তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে স্বজনেরা তাঁকে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে রাতে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।”
জলিলুর রহমান ও আঞ্জুয়ারা বেগম দম্পতির মৃত্যুর পর তাঁদের একটি ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। ছেলে রাকিবুল হাসান রকি কান্নাজড়িত কণ্ঠে বলেন, মা-বাবাকে একসঙ্গে হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। ‘আমার বাবা কিছুটা অসুস্থ ছিলেন। গতকাল দুপুরে মা মারা যান। এতে বাবা ভীষণ অসুস্থ হয়ে পড়েন। নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পর রাত ১২টার পর মারা যান। তাঁদের হারিয়ে আমরা এতিম হয়ে গেলাম।’
মৃত্যুতেও একসঙ্গে থাকা এই দম্পতির গল্প এখন পুরো গ্রামে আলোচনার বিষয়। স্থানীয় বাসিন্দারা জানান, “ওদের ভালোবাসা ছিল সত্যিকার। একে অপর ছাড়া তারা কখনও বাঁচতে পারতেন না। তাই হয়তো একজন চলে যাওয়ার পর আরেকজনও থাকতে পারেননি।’ মানুষ বলছে, ভালোবাসা কখনও মরে না, শুধু রূপ বদলায়।