শিক্ষা

অসহায় শিক্ষার্থীদের ভরসা হয়ে দাঁড়ালেন যুবদল নেতা মুসলিম

অসহায় শিক্ষার্থীদের ভরসা হয়ে দাঁড়ালেন যুবদল নেতা মুসলিম

মিজান : লোহাগাড়ায় আর্থিকভাবে অসচ্ছল ৯ শিক্ষার্থীকে নিজ খরচে কলেজে ভর্তি করালেন যুবদল নেতা মুসলিম। সামাজিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসা তার এই উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

জানা যায়, অনেক শিক্ষার্থী আর্থিক অনটনের কারণে কলেজে ভর্তি হতে পারছিল না। বিষয়টি জানতে পেরে যুবদল নেতা মুসলিম নিজ খরচে তাদের ভর্তি কার্য সম্পন্ন করেন। ফলে অসহায় শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ পেলো নতুন আশায়।

এসময় স্থানীয়রা বলেন, মুসলিমের এই মানবিক পদক্ষেপ শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়তা করবে। সমাজে যদি আরও অনেক মানুষ এভাবে এগিয়ে আসে, তবে কোনো শিক্ষার্থী আর দারিদ্র্যের কারণে পড়াশোনা থেকে বঞ্চিত হবে না।

যুবদল নেতা মুসলিম জানান, শিক্ষাই জাতির মেরুদণ্ড। তাই অসচ্ছল শিক্ষার্থীদের পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে এই ৯জন শিক্ষার্থীকে আমার ছোট ভাই মনে করে আমি ভাই হয়ে তাদের পাশে দাঁড়িয়েছি মাত্র। তিনি ভবিষ্যতেও শিক্ষার উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।