প্রকাশের সময়: ১২ মার্চ, ২০২৫ ০৪:৪২ পূর্বাহ্ণ
সৌদি নারীদের শূরা কাউন্সিলে অন্তর্ভুক্তির অগ্রগতি জাতিসংঘে আলোচিত | MkProtidin
Logo
/ বিশ্ব খবর
অনির্দিষ্ট
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৫ ০৭:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সৌদি নারীদের শূরা কাউন্সিলে অন্তর্ভুক্তির অগ্রগতি জাতিসংঘে আলোচিত

সৌদি নারীদের শূরা কাউন্সিলে অন্তর্ভুক্তির অগ্রগতি জাতিসংঘে আলোচিত
ছবি : সংগৃহীত
রাইসুল ইসলাম নয়ন।। জাতিসংঘ কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন (CSW69)-এ সৌদি নারীদের শূরা কাউন্সিলে অন্তর্ভুক্তির বিষয়টি গুরুত্বসহকারে আলোচিত হয়েছে। সৌদি প্রতিনিধি দল জাতিসংঘের সভায় নারীদের রাজনৈতিক অংশগ্রহণ এবং শূরা কাউন্সিলে তাদের ভূমিকা বৃদ্ধির বিষয়টি তুলে ধরে। সৌদি সরকার ২০১৩ সালে প্রথমবারের মতো শূরা কাউন্সিলে নারীদের অন্তর্ভুক্ত করে এবং বর্তমানে নারীরা দেশটির বিভিন্ন প্রশাসনিক ও নীতিনির্ধারণী পর্যায়ে কাজ করছেন। বিশ্বজুড়ে নারী অধিকারের বিষয়ে কাজ করা সংগঠনগুলো সৌদির এই অগ্রগতিকে ইতিবাচক হিসেবে দেখছে, যদিও নারীর সমানাধিকারের বিষয়টি এখনও বিতর্কের কেন্দ্রে রয়েছে। তবে সৌদি কর্তৃপক্ষের দাবি, ভিশন ২০৩০-এর অংশ হিসেবে তারা নারীদের জন্য নতুন সুযোগ তৈরি করে চলেছে। জাতিসংঘের এই বৈঠকে সৌদি নারীদের উন্নয়নের পথ আরও সুগম করার বিষয়ে আলোচনা হয়েছে, যা ভবিষ্যতে তাদের অধিকতর ভূমিকা নিশ্চিত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387