প্রকাশের সময়: ২৯ জুন, ২০২৫ ১০:০১ পূর্বাহ্ণ
বাগেরহাট দশানীর তিথী ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, জরিমানা ও সতর্কবার্তা | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৫ ০৮:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাগেরহাট দশানীর তিথী ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, জরিমানা ও সতর্কবার্তা

বাগেরহাট দশানীর তিথী ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, জরিমানা ও সতর্কবার্তা
ছবি : সংগৃহীত

 

বাগেরহাট সদর উপজেলার দশানী এলাকার তিথী নামক একটি ফার্মেসি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেখানে অভিযান পরিচালনা করে এসব ওষুধ জব্দ করে।

অভিযান শেষে ফার্মেসিটিকে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সতর্ক করে জানানো হয়েছে, ভবিষ্যতে এ ধরনের ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্বাস্থ্য সচেতনতা ও জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


 

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387