প্রকাশের সময়: ২৯ জুন, ২০২৫ ০৩:৪০ অপরাহ্ণ
কলাবাগান থানা পুলিশের দ্রুত পদক্ষেপে ইতালীয় নাগরিকের হারানো মোবাইল উদ্ধার | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৫ ০৮:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কলাবাগান থানা পুলিশের দ্রুত পদক্ষেপে ইতালীয় নাগরিকের হারানো মোবাইল উদ্ধার

কলাবাগান থানা পুলিশের দ্রুত পদক্ষেপে ইতালীয় নাগরিকের হারানো মোবাইল উদ্ধার
ছবি : সংগৃহীত

 

 

আজ ২৯ জুন ২০২৫ ইং তারিখে ইতালীয় নাগরিক Mr. Giuseppe Torluccio ও Miss Maria Benedera Cabitza, যারা রাজধানীর ইউনুস সেন্টারে কর্মরত, কলাবাগান থানার আওতাধীন এলাকায় আগমন করেন। এ সময় Miss Maria Benedera Cabitza তার সাথে থাকা মূল্যবান Samsung S20 Ultra মডেলের মোবাইল ফোনটি অনাকাঙ্ক্ষিতভাবে হারিয়ে ফেলেন।

পরবর্তীতে তারা দ্রুত কলাবাগান থানায় উপস্থিত হয়ে পুলিশের সহায়তা কামনা করেন। ঘটনার গুরুত্ব অনুধাবন করে কলাবাগান থানা পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করে এবং মাত্র ৩০ মিনিটের মধ্যে মোবাইল ফোনটি উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত মোবাইল ফোনটি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে Mr. Giuseppe Torluccio ও Miss Maria Benedera Cabitza-এর কাছে হস্তান্তর করা হয়। তাদের পক্ষ থেকে কলাবাগান থানা পুলিশের পেশাদারিত্ব ও দ্রুততার সঙ্গে নেওয়া উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387