প্রকাশের সময়: ২৯ জুন, ২০২৫ ০৪:১৩ অপরাহ্ণ
শাটডাউনে অচল সোনামসজিদ স্থলবন্দর, প্রতিদিন ৩ কোটি রাজস্ব লোকসান | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৫ ০৮:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শাটডাউনে অচল সোনামসজিদ স্থলবন্দর, প্রতিদিন ৩ কোটি রাজস্ব লোকসান

শাটডাউনে অচল সোনামসজিদ স্থলবন্দর, প্রতিদিন ৩ কোটি রাজস্ব লোকসান
ছবি : সংগৃহীত

 

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে দ্বিতীয় দিনের মতো অচলাবস্থায় পড়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ শুল্ক স্থলবন্দর। ফলে বন্ধ রয়েছে আমদানি-রফতানি। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। রবিবার (২৯ জুন) দুপুর পর্যন্ত স্থলবন্দর দিয়ে পণ্যবাহী কোন ট্রাক বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেনি এবং বাংলাদেশি পণ্যবাহী কোন ট্রাক বন্দর অতিক্রম করে ভারতে প্রবেশ করেনি। এর আগে গতকাল শনিবারও (২৮ জুন) সারাদেশের ন্যায় আমদানী রফতানি বন্ধ ছিল সোনামসজিদ শুল্ক স্থলবন্দরের।

স্থলবন্দর সূত্রে জানা যায়, সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রফতানির জন্য বাংলাদেশ প্রান্তে প্রায় ২০টি গাড়ি আটকে গেছে। গাড়িগুলোতে সুতা, প্লাস্টিক ও খাদ্য জাতীয় পণ্য আছে। অপরদিকে, ভারতের মোহদীপুর স্থলবন্দরে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে প্রায় সাড়ে ৩ শত ট্রাক। এই স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি ও রফতানি বন্ধ থাকায় দিনে প্রায় ৩ কোটি টাকার মতো রাজস্ব হারাচ্ছে সরকার।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387