প্রকাশের সময়: ৩০ জুন, ২০২৫ ০৪:৪০ পূর্বাহ্ণ
গাজা শিশুদের জন্য ' নরক ' | MkProtidin
Logo
/ বিশ্ব খবর
অনির্দিষ্ট
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৫ ১২:০৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গাজা শিশুদের জন্য ' নরক '

গাজা শিশুদের জন্য ' নরক '
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি অবরোধ আর কড়াকড়িতে তীব্রতর হয়েছে ক্ষুধা ও অপুষ্টি। দখলদার রাষ্ট্রের আগ্রাসন শুরু হওয়ার পর তাদের কঠোর অবরোধের কারণে এখন পর্যন্ত অনাহার ও অপুষ্টিতে ৬৬ ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে। প্রতিদিনই হামলায় সেখানে শত শিশু হতাহত হচ্ছে। হয় গুলি-বোমা অথবা অনাহারে মৃত্যু—এ যেন গাজার সন্তানদের নির্ধারিত নিয়তি! ইসরায়েলের সীমাহীন বর্বরতায় ওই উপত্যকাটি যেন এক টুকরা নরকে পরিণত হয়েছে, আর পুরো পৃথিবীর মানুষগুলো এ ধ্বংসযজ্ঞের সাক্ষী।

 

 

গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাসের ওপর চাপ বাড়াতে উপত্যকাটিতে ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল। এমনকি খাবার, পানি ও ওষুধের মতো জীবনরক্ষাকারী ত্রাণের প্রবেশেও বাধা দেওয়া হচ্ছে। শনিবার গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের এক বিবৃতিতে ইসরায়েলের প্রাণঘাতী অবরোধকে যুদ্ধাপরাধ বলে আখ্যা দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গাজার বেসামরিক মানুষকে নির্মূল করতে ইসরায়েল যে ইচ্ছাকৃতভাবে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, সেটা এখন দিবালোকের মতো সত্য।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387