প্রকাশের সময়: ৩০ জুন, ২০২৫ ১১:২৩ পূর্বাহ্ণ
নওগাঁ জেলা পুলিশের প্রচেষ্টায় ৭৫টি হারানো মোবাইল ফিরে পেলো প্রকৃত মালিকরা | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৫ ০৮:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নওগাঁ জেলা পুলিশের প্রচেষ্টায় ৭৫টি হারানো মোবাইল ফিরে পেলো প্রকৃত মালিকরা

নওগাঁ জেলা পুলিশের প্রচেষ্টায় ৭৫টি হারানো মোবাইল ফিরে পেলো প্রকৃত মালিকরা
ছবি : সংগৃহীত

 

নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁ জেলা পুলিশের কার্যকরী উদ্যোগে হারানো ৭৫টি মোবাইল ফোন শনাক্ত করে সেগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

রবিবার (২৯ জুন ২০২৫) সকালে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে এই মোবাইল হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাফিউল সারোয়ার, বিপিএম। তিনি নিজ হাতে মালিকদের কাছে মোবাইল ফোনগুলো তুলে দেন। এ সময় তিনি বলেন, “নাগরিকদের জানমাল ও সম্পদের নিরাপত্তায় জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। হারানো মোবাইল ফোন শনাক্ত করে মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া আমাদের দায়বদ্ধতারই অংশ।”

তিনি আরও বলেন, “মোবাইল ব্যবহারে সতর্কতা বজায় রাখা জরুরি। যদি কোনো কারণে ফোন হারিয়ে যায় বা চুরি হয়, তাহলে দ্রুত সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার আহ্বান জানাচ্ছি।”
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নওগাঁ জেলা পুলিশের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন মোবাইল ফিরে পাওয়া ব্যক্তিরা। তারা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387