সাহিত্য ও সংস্কৃতি

তুমি সত্যি কি আমার?

তুমি সত্যি কি আমার?

তুমি সত্যি কি আমার মনের মানুষ

নাকি দৃশ্যমান কেউ?

তুমি সত্যি কি আমার ভালোবাসো
নাকি মিথ্যা অভিনয় করছো?


তুমি সত্যি কি ফাগুনের বাতাস
নাকি কালবৈশাখীর ঝড়?
তুমি সত্যি কি জ্যোৎস্না রাতের চাঁদ
নাকি দুর আকাশের তারা?


তুমি সত্যি কি কাছে এসে দেখা দিবে
নাকি দুর থেকে কষ্ট দেবে?
তুমি সত্যি কি দুয়ার খুলে দিবে?
নাকি আজীবন বন্ধ করে রাখবে
তুমি সত্যি কি আমায় কাছে নিবে
নাকি সুযোগ পেলে মেরে ফেলবে?


তুমি সত্যি কি আমার ভালোবাসার প্রদীপ
নাকি অভিনয়ী মিথ্যাচার?
আজ আমার জানতে ইচ্ছা করছে
আসলে তুমি আমার কিনা?
তোমাকে বুঝতে আমার খুব কষ্ট হচ্ছে
তাই তুমি নিজ ইচ্ছায় তোমার
সব কিছু প্রকাশ করো।
     ✍✍✍✍✍

লেখক : কবির নেওয়াজ রাজ 
প্রথম প্রকাশ  2007 সাল।