স্বাস্থ্য ও লাইফস্টাইল

ডাক্তার আবুল হোসেন আর নেই

ডাক্তার আবুল হোসেন আর নেই

গরীব ও অসহায় রোগীদের বন্ধু, সহৃদয় ও গুণী চিকিৎসককে হারাল দেশ, বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডা. মো. আবুল হোসেন আজ সকালে অফিসে যাওয়ার সময় হঠাৎ স্ট্রোক করে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।
ডা. আবুল হোসেন দীর্ঘদিন ইস্পাহানি আই হসপিটাল, লায়ন্স আই হসপিটালসহ ঢাকার বিভিন্ন চক্ষু হাসপাতালে সেবা দিয়েছেন। সদা হাস্যোজ্জ্বল মানুষটি সাতক্ষীরাবাসীর জন্য আশির্বাদরূপে আসীন হয়েছিলেন।
নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন পরিচালিত আহ্ছানিয়া মিশন চক্ষু হাসপাতালে তিনি বিশেষজ্ঞ চক্ষু সার্জন হিসেবে কর্মরত ছিলেন। বছর বছর মিশনের চক্ষুক্যাম্পে নেতৃত্ব দিতেন।
ভীষণ পরোপকারী মানুষটি ছিলেন গরীব ও অসহায় রোগীদের প্রকৃত বন্ধু। যে-কোন সময়, রাত-বিরাতে তাকে রোগ নিয়ে জ্বালাতন করা যেত, তিনি বিরক্ত হতেন না, পয়সার কথা মুখে উচ্চারণ করতেন না।
আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য বিভাগের যে কোন বিষয়ে তিনি গভীর আন্তরিকতায় পৃষ্ঠপোষকতা করতেন। খুব সহৃদয়, খুব গুনী, খুব আন্তরিক একজন মানুষকে আমরা হারালাম।

এক শোক  বার্তায় কবির নেওয়াজ রাজ বলেন,আল্লাহ তাকে জান্নাত নসীব করুন। তার পরিবার এই শোক কাটিয়ে উঠার তৌফিক দান করুন এই প্রার্থনা করি।