মোঃ সোহাগ হোসেন
ভালুকা প্রতিনিধি
নিজ ক্যাম্পাসে দুস্কৃতিারীদের হাতে খুন হওয়া প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ইন্জিনিয়ারিং ডিপার্ট্মেন্টের মেধাবী ছাত্র জাহিদূল ইসলাম পারভেজের বাড়িতে চলছে শোকের মাতম।
এলাকা সহ দূরদূরান্ত হতে তাকে এক নজর দেখার জন্য ভীড় করছে অগনিত মানুষ, কোন ভাবেই যেন এ মৃত্যু মেনে নিতে পাচ্ছে না এলাকাবাসী সহ স্বজনরা, একমাত্র সন্তানের নির্মম মৃত্যু পরিবারের সদস্যরা মেনে নিতে পাচ্ছে না। তাদের দাবী এ হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের গ্রেফতার করে ফাসির কাষ্টে যেন ঝুলানো হয় ।
উল্লেখ্য শনিবার বিকালে বনানীতে নিজ ক্যাম্পাসের
সামনে দুষ্কৃতকারীদের হাতে খুন হয় মেধাবী ছাত্র পারভেজ, তার বাড়ী ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনীয়া ইউনিয়নের কাইচান গ্রামে,
এ ঘটনায় বনানী থানায় নিহতের পরিবার বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ সহ অগ্গাতদের নামে হত্যা মামলা দায়ের করেছে।