মোঃ শাকিল আহামাদ : দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভিপি (সহসভাপতি) পদে জয়ের পথে রয়েছে ছাত্রশিবির–সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। অন্যদিকে জিএস (সাধারণ সম্পাদক) পদে বড় ব্যবধানে এগিয়ে আছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী সালাহউদ্দিন আম্মার।
শুক্রবার ভোর পর্যন্ত ঘোষিত ১৬টি হলের ফলাফলে দেখা গেছে, ভিপি পদে শিবির–সমর্থিত প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন সর্বোচ্চ ১০ হাজার ১৫৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল–সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ২ হাজার ৬৬৫ ভোট। ফলে জাহিদ এগিয়ে আছেন প্রায় ৭ হাজার ৫০০ ভোটে।
জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাহউদ্দিন আম্মার পেয়েছেন ৯ হাজার ৬৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির–সমর্থিত ফজলে মো. ফাহিম রেজা পেয়েছেন ৪ হাজার ৬৮৪ ভোট। আম্মার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক হিসেবে পরিচিত।
এজিএস (সহসাধারণ সম্পাদক) পদে প্রতিদ্বন্দ্বিতা চলছে শিবির–সমর্থিত এস এম সালমান ও ছাত্রদল–সমর্থিত জাহিন বিশ্বাস এষার মধ্যে। সালমান এখন পর্যন্ত পেয়েছেন ৫ হাজার ৫৮৩ ভোট, আর এষা পেয়েছেন ৪ হাজার ৫৯৩ ভোট।
হলভিত্তিক চিত্র
শহীদ শামসুজ্জোহা, শহীদ হবিবুর রহমান, মতিহার, জিয়াউর রহমান ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীসহ অধিকাংশ পুরুষ হলে ভিপি ও এজিএস পদে এগিয়ে আছেন শিবির–সমর্থিত প্যানেল। অন্যদিকে জিএস পদে ধারাবাহিকভাবে এগিয়ে আসছেন সালাহউদ্দিন আম্মার।
মেয়েদের ছয়টি হলে একই চিত্র দেখা গেছে। এসব হলে ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ ও এজিএস পদে এস এম সালমান এগিয়ে, আর জিএসে এগিয়ে আম্মার।
ভোটার উপস্থিতি ও নির্বাচন পরিবেশ
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১৭টি হলে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার ছিলেন ২৮ হাজার ৯০১ জন। ভোট পড়েছে প্রায় ৬৯ দশমিক ৮৩ শতাংশ। নির্বাচনে ১০টি প্যানেল থেকে মোট ২৪৭ জন প্রার্থী কেন্দ্রীয় সংসদের ২৩ পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
ঘোষণার ধারা
রাত সাড়ে ১০টা থেকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ফলাফল ঘোষণা শুরু হয়। একে একে নারী ও পুরুষ হলগুলোর ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষরা। কেন্দ্রীয় সংসদের ফলাফল ঘোষণা করেন প্রধান রিটা
শিক্ষা
রাকসু নির্বাচন: ভিপি পদে শিবির এগিয়ে, জিএসে আম্মার জয়ী সম্ভাবনা